ঈমান কি হ্রাস অথবা বৃদ্ধি পায়?

ইমাম আবদুর রহমান আল-আউযা’ঈকে (রাহিমাহুল্লাহ) একবার প্রশ্ন করা হয়েছিলো যে, ঈমান কি বৃদ্ধি পায় কিনা। তিনি উত্তর দিয়েছিলেন:
“হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত তা পর্বতসম হয়।”
এরপর তাকে প্রশ্ন করা হলো ঈমান হ্রাস পায় কিনা এবং তিনি বলেছিলেন:
“হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত তা একদম শূণ্য না হয়।”

[আসবাব যিয়াদাতিল ঈমান ওয়া নুকসানিহি, পৃ-৬]

One thought on “ঈমান কি হ্রাস অথবা বৃদ্ধি পায়?

Leave a comment